বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন
পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে জাহিদুল ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভাইজোড়া গ্রামের নয়াবাড়ির পুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পৌরসভার ৬ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আফরোজা সালাম। নিহত শিশু জাহিদুল ইসলাম সদর উপজেলার ভাইজোড়া গ্রামের নয়াবাড়ির পুল এলাকার ইউসুফ শেখের পুত্র।
পৌর কাউন্সিলর আফরোজা সালাম জানান, সকাল ১১ টার দিকে ভাইজোড়া গ্রামের নয়াবাড়ির পুল এলাকায় ইউসুফ শেখের বাড়ির ওই পুকুরে বাড়ির লোকজনের অগোচরে জাহিদুল পড়ে যায়। পরে বাড়ির লোকজন জাহিদুল কে না দেখতে পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে। বাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু জাহিদুলকে মৃত ঘোষনা করেন।