শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
সাংবাদিক শাহীনের উপর হামলা :
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নিন্দা।
দৈনিক জনতা পত্রিকার তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি তৌকির আহাম্মেদ শাহীনের উপর হামলা হয়েছে বলে জানান। এ ঘটনায় তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামে মা অটো রাইস মিল চালু রেখে করোনা ভাইরাসজনিত আইন অমান্য করা হচ্ছে শুনে শাহীন সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপর হামলা হয়। পরে শাহীন বাদি হয়ে মিল মালিক হুমায়ুন কবির খোকন ও তার ভাই রানা মিয়াসহ ২০/২৫ জন শ্রমিকের বিরুদ্ধে তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেন। সাংবাদিক শাহীনকে নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।