রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুর জেলা পুলিশ সুপার তহবিল থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯)সক্রমন প্রতিরোধে, কর্মহীন দিনমজুর,অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহয়তা করছেন।
শুক্রবার সকালে উপজেলার ৯টি ইউনিয়নের নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বড়ইবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও গাওখালী স্কুল এন্ড কলেজ মাঠে ।করোনা ভাইরাস (কোভিড-১৯)সক্রমন প্রতিরোধে, কর্মহীন দিনমজুর,অসহায় পরিবারের মাঝে । পুলিশ সুপার হায়াতুল ইসলাম, খাদ্য সামগ্রী সহয়তা করেন, এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের অতিরিক্ত(প্রসাশন অপরাধ) মোল্লা আজাদ,জেলা পুলিশ সুপার অতিরিক্ত (সদর সার্কেল)আহমদ মাইনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ নজরুল ইসলাম বাবুল, থানা(ইনর্চাজ) ওসি মনিরুল ইসলাম,বৈঠাকাটা বাজার পুলিশ (তদন্ত কেন্দ্র) ইনর্চাজ মাইদূল ইসলাম, ৩নং দেউলবাড়ী দোবড়া ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ,কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম প্রমূখ।
জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, তিনি ওই দিন সকালে পর্যাক্রমে ৯টি ইউনিয়নে ৪ শত অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ৪ শত প্যাকেট সহয়তা প্রধান করেন, তিনি আরো জানান, প্রতি প্যাকেটে রয়েছে ১০কেজি চাল, ২কেজি আলু,১ কেজি পিয়াজ, ১কেজি ডাল, আধা লিটার ভোজ্য তেল, ১ কেজি লবন ও ২টি সাবান প্রদান করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতির অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ
উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজারে, দেউলবাড়ি ইউনিয়নের গাওখালী, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. মিজানুর রহমান দুলাল জানান, তার নিজস্ব অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয়নের ৬শত কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে ৬ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি পিয়াজ, আধা কেজি ভোজ্য তেল ও ১টি করে সাবান পৌছে দেয়া হয়েছে।