শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
তিনি শুক্রবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর, ডাকবাংলোসহ উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা হিসেবে কর্মহীনদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবান বিতরণ করেন।
এ সময় মঠবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ’লীগ সভাপতি আফজাল হোসেন, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আজিম উল হক, মো. হেলাল মুন্সী, ইউপি চেয়ারম্যান এ বি এম ফারুক হাসানসহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।