শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু ভান্ডারিয়ার চরখালী ফেরীতে বাসের ধাক্কায় অল্পেরর জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রীসহ বাস ॥ ৪ টি মোটর সাইকেল নদীতে॥ বাস চালক আটক পিরোজপুরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, বিক্ষোভ-মানববন্ধন কলেজ ছাত্রের আত্মহত্যা কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে কারাদণ্ড পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা রাজাপুরে মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কাউখালীতে অবৈধ ঝাটকা ও পঁচা মাছ বিক্রি! ৪ জেলেকে মোবাইল কোর্ট সাজা প্রদান করেন ভান্ডারিয়ায় ২৫ ও ২৬ এপ্রিল স্পেশালাইজড মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ঝালকাঠিতে ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ ঝালকাঠিতে ট্রাক-কার-অটোর সংঘর্ষ, নিহত ১২ বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু ভান্ডারিয়া পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক মতবিনিময় সভা নির্বাচনি এলাকার খাজনা মওকুফের ঘোষণা দিলেন মহিউদ্দিন মহারাজ কাউখালীতে কীটনাশক পান করে কৃষকের আত্মহত্যা কাউখালীতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকা একটি পরিবারের ৪ জন সদস্য ভান্ডারিয়ায় পাসপোর্ট নিয়ে ফেরা হলো না ঘরে, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু বুয়েট নিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা শাফায়েত হোসেন অভির কিছু কথোপকথন বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান -মহিউদ্দিন মহারাজ এমপি
শিডিউল মেলাতে হিমশিম খেতে হবে : সাবিলা

শিডিউল মেলাতে হিমশিম খেতে হবে : সাবিলা

এই সময়ে ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী সাবিলা নূর। ঈদের আগে অনেকগুলো শিডিউল দেওয়া ছিল কিন্তু করোনার কারণে সব পিছিয়ে গেল। এখন বাসাতেই রয়েছেন তিনি।

বই পড়ে কিংবা সিনেমা দেখেই সময় কাটাচ্ছেন বলে জানান এ অভিনেত্রী। এর পাশাপাশি অনলাইন থেকে কিবোর্ড বাজানো শিখছেন। নিয়মিত নামাজও পড়ছেন।

সাবিলা নূর বলেন, দেশের অবস্হা এখন খুব একটা ভালো না। সবাই বাসায় রয়েছি, গৃহবন্দী যেটাকে বলে। বাসা থেকে বেরই হচ্ছি না। টানা ১৬ দিন ধরে বাসায় আছি। হয়তো সামনে বের হওয়া লাগতে পারে প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য। তবে আমার মতে এ মুহূর্তে একেবারে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়াই ভালো।

তিনি আরও বলেন, আগামী মে মাস পর্যন্ত টানা শিডিউল দেওয়া ছিল আমার। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপতত সব কিছুই স্থগিত রাখা হয়েছে। যদি শিগগিরই পরিস্থিত স্বাভাবিক হয় তাহলে এপ্রিল মাসের কাজের জন্য নতুন করে শিডিউল মেলাতে হবে। শিডিউল মেলাতেও রীতিমতো হিমশিম খেতে হবে।

কারণ আমি মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিডিউল দিয়ে রেখেছিলাম। দেখা গেল, এপ্রিলে কোনো কাজ করতে পারলাম না, সে কাজটা করতে হবে পরের মাসে। তখন আবার মে মাসে যাদের শিডিউল দিয়েছিলাম, সেটা নিয়ে বসতে হবে। হয়তো কাজগুলো বাদ দিতে হবে, না হয় পিছাতে হবে। তবে আমার মনে হয় এ পরিস্থিতিতে শেষ মুহূর্তে কাজের সংখ্যাটা কমে যেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!