রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:২৮ পূর্বাহ্ন
গাজী আবুল কালাম, ইন্দুরকানী,পিরোজপুরঃ
জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের আবাসনের বাসিন্দাসহ শ্রমজীবি নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। আবাসনের বাসিন্দারাসহ সাধারণ শ্রমজীবি মানুষ জেলা প্রসাশকের হাত থেকে সহায়তা পেয়ে অনেক খুশি।
৫ মার্চ রবিবার উপজেলার চন্ডিপুর হাইস্কুল মাঠে ও কলারণ জাপানি ব্রাক হাউজ মাঠে আবাসনের বাসিন্দা ও শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহয়তা প্রদান করেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী প্রমুখ।পরে জেলা প্রশাসক বালিপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ৪০জন অসহায় লোককে এক হাজার করে টাকা বিতরণ করেন। এর আগে তিনি কলারণ ফেরী ঘাট জামে মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদে জেলা প্রশাসন থেকে তিন লক্ষ বিশ হাজার টাকার বরাদ্দের কথা জানান এবং মসজিদের নির্মাণ কাজ দ্রুত শুরুকরতে মসজিদ কমিটিকে বলেন। পরে তিনি ইন্দুরকানী বাজারে নির্মানাধীন পত্তাশী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এই উপজেলায় লক্ষাধীক মানুষের বসবাস অধিকাংশ নিম্ন আয়ের করোনা ভাইরাসের প্রভাবে কর্মহিন হয়ে পড়েছে অনেকেই।সাহায্য বঞ্চিত অনেক পরিবার লজ্জায় বলতে পারছেনা করোকাছে। এখন পর্যন্ত সরকারি সহায়তা সহ বিভিন্ন দানশীলদের মাধমে এখানে প্রায় পাঁচ হাজারের অধিক পরিবারের হাতে খাদ্য সহায়াতা তুলে দেয়া হয়েছে। নগদ অর্থ ১০০০ হাজার ও পাঁচ শত টাকা করে দেয়া হয়েছে ১৫৬ জনকে যাহা মানুষের চাহিদার তুলনায় অনে কম। এ অবস্থায় সমাজের মধ্যবিত্বদের মরণ দশা তাদের পাশে কেহ নেই কারণ তারা লাইনে দাড়িয়ে পাঁচকেজি চালনিতে পারেনা। প্রসাশনের উচিত এখন সমাজের মধ্য বিত্বদের দিকে নজরদেয়া। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন আমরা পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় পরিবারের মাঝে বরাদ্ধ অনুযায়ী সাহায্য তুলে দেয়া হবে।