বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন
করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ১৮ জন।
এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। আর মৃত্যু বেড়ে ৯ জন হয়েছে।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।
আইইডিসিআর পরিচালক বলেন, নতুন যিনি মারা গেছেন তার বয়স ৫৫ বছর। তিনি নারায়ণগঞ্জে থাকতেন।