সুমন খান স্বরূপকাঠী প্রতিনিধি:
পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠীর চার হাজার দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল। মরনঘাতী করোনা(কেভিড-১৯) ভাইরাসের সংক্রামন এড়াতে সারা দেশের ন্যায় স্বরূপকাঠীও লক ডাউন রয়েছে। এতে খাদ্য অভাবে ভুগছে উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষজন। তাই উপজেলা পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকার ও আটঘরকুড়িয়ানা ইউপির চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য শেখর সিকদারের তত্বাবধানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি এ খাদ্য সহায়তা প্রতিটি ইউপিতে ৪০০ পরিবারের জন্য ১০টি ইউপির আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাধ্যমে পৌছে দেয়ার জন্য বন্টন করে দিয়েছেন। এসময় পৌরযুবলীগ সভাপতি শিশির কর্মকার বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় দুস্থরা যেন অভুক্ত না থাকে সেজন্য জননেতা আলহাজ্ব একেএমএ আউয়াল আমাদের স্বরূপকাঠীর অসহায় দুস্থ পরিবারের তালিকা করে নিজ অর্থে তাদের জন্য এ খাদ্য সহায়তা পাঠিয়েছেন