কলমে: সুবীর সিকদার।
ভালই হল- ছিলেম কারো এক জনের শুভেচ্ছাদূত হয়ে,
হলেম না হয় অতিথী, এবার অন্য কারো আমন্ত্রনে।
তাতে কি! এই বেশ আছি, পাশেইতো পাশাপাশি,
খতিয়ে দেখিনি বিনিময় লেনাদেনার ভাগ্যরাশি।
চলুকনা নিয়মের বাদ ভেঙ্গে কিছু কথা উদাস সমীরণের,
সচ্ছ আলোর ছোঁয়ায় হোকনা ম্লান, হৃদয় সরোবরে।
গোধূলি লগ্নে গন্তব্যের চাঁদের গাড়ির যাত্রী হয়ে,
বুকের মায়ায় জড়িয়ে পরুক, হৃদয় যাক ছুয়ে।
সন্ধ্যা তারা ডেকে নিয়ে যায় নির্মল খোলা স্নিগ্ধ ছায়,
কি যেন কি সুমধুর সুর চিত্তকে বলে দিয়ে যায়,
যে পথ মাড়িয়ে তুমি, হে পথিক করো নিমন্ত্রণ।
তুমিময় খেলা ঘরে দেখেছ কি নব আমন্ত্রণ?
বন্ধু- আমি নই সেই হারিয়ে যাওয়া ভোরের শিশির কনে,
আমায় পাবে পাখির কূজনে, সঙ্গীতের মধুর তানে।
আমি মিসে রবো এই বাংলার শ্যামল স্নিগ্ধ ছায়ায়,
বন্ধু- আমি আছি, রবো চিরদিন বন্ধুত্বের মায়ায়।