শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
করোনা সংক্রমণ ঠেকাতে রাস্তা বন্ধ করে দিল গ্রামমবাসীরা। বাইরের এলাকার বা অচেনা কাউকেই গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না। গ্রামের যুবকরাই পালা করে পাহারা দিচ্ছেন গ্রামে ঢোকার পথে পথে। তথা বিশ্বে যে নোবেল করোনা ভাইরাস আক্রমণ করেছে তার থেকে বাঁচতে আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিাটাবাড়ীয়া ইউনিয়ন উত্তর শিয়ালকাঠী গ্রামে করোনা রুখতে এই অভিনব পন্থার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফলে দুটি উপজেলা রাজাপুর ও কাউখালীসহ অত্র ইউনিয়নের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।