বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২৫ পূর্বাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে প্রশাসনের আদেশ অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অভিযোগে ৪ ব্যবসায়ীকে ৯৯হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকালে কাউখালীর শহরের দক্ষিণ বাজার ও চিরাপাড়া বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা এ জরিমানা করেন।
অভিযানে দক্ষিণ বাজারের ব্যবসায়ী এস, এম, হান্নানকে ৭০ হাজার, সরল কুন্ডুকে ২৫ হাজার, চিরাপাড়ার শাওন তালুকদাকে ২ হাজার ও রফিককে ২হাজার টাকা জরিমান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট মোছা: খালেদা খাতুন রেখা জানান, করোনা সংক্রমন রোধে কাউখালীতে ওষুধের দোকান ছাড়া অন্য সব ব্যবস্যা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু কিছু সংখ্যক ব্যবসায়ী শুক্রবার সকালে সরকারি আদেশ অমান্য করে দোকান পাট খোলা রেখে জনসমাগম করায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালানা করে এসব ব্যবসায়ীকে বিভিন্ন ধারায় জরিমান করা হয়েছে। তিনি বলেন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয়ের জন্য করোনা ভাইরাস সংক্রমনের প্রথম থেকেই ভ্রাম্যমান নিত্যপ্রয়োনয় দ্রব্য, মাছ, কাঁচাবাজার, ফল ও পানের বাজার চালু করা হয়েছে। সাধারণ মনুষের প্রয়োজন অনুযায়ী ব্যবসায়ীদেরকে ফোন দিলে ক্রেতাদের বাড়ির সামনে ভ্রাম্যমান বাজার চলে যায়। সেখান থেকে ক্রেতা চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করেন।