শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
গাজী আবুল কালাম, ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরে দৈনিক নবচেতন ও বিডি টুডেস পত্রিকার জেলা প্রতিনিধি এস. ডি রিপন মাহমুদকে মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা করার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, দীর্ঘ দিন সাংবাদিকতা পেশায় থাকাকালীন নিজ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ সন্ত্রাসীদের সাথে শত্রুতা তৈরী হয়। এমনকি প্রতিনিধির প্রতিবেদন প্রকাশের কারনে অনেকের ব্যবসা ও চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে।
তাছাড়াও কেউ কেউ জেলও খেটেছে। তারই জের ধরে গত ১১ এপ্রিল একটি মেয়ের সাহায্যে তাকে ফাসানো হয়েছে বলে জানান কয়েকজন এলাকাবাসী।
এবিষয়ে স্থানীয় মোঃ সেন্টু মোল্লা বলেন, সদর উপজেলার শারিকতলা বাজারে রিপনের একটি ষ্টুডিওর ব্যবসা আছে। ঐদিন লকডাউনের কারনে প্রতিষ্টানটি বন্ধ থাকায় একজন বৃদ্ধ লোক ও ৯ম শ্রেনীতে পড়ুয়া একজন ছাত্রী ফটোকপি করার জন্য তার বাসায় ডাকতে আসেন। তখন তাদেরকে দোকানের দিকে যাওয়া জন্য বললে বৃদ্ধা লোকটা চলে যায়। মেয়েটি দাড়িয়ে থাকে। এসময় আশেপাশের পুর্ব শত্রুরা চারদিক থেকে ঘিরে ফেলে। তখন মেয়েটি ভয়ে একটি রুমে আশ্রয় নেয়। সেই রুম থেকে লোকজন ও গ্রামপুলিশ মিলে সাংবাদিকের চোখের সামনে থাকে ধরে নিয়ে যায়। অতপর পিরোজপুর সদর থানায় মেয়েটিকে দিয়ে একটি মামলা করাতে বাধ্য করেন শত্রু পক্ষ। বিষয়টি নিয়ে সাংবাদিক মহল তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
এবিষয়ে সাংবাদিক রিপন মাহমুদ বলেন, বিষয়টি আমাকে ফাঁসানোর জন্য সাজানো হয়েছে এলাকার কিছু স্বার্থন্বেষী মহলও পুর্ব শত্রুতার জেরে।এই ঘটনা নিয়ে সাংবাদিকেদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এই ঘটনার সুস্ঠ তদন্ত করে দুষিদের দৃস্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করার জন্য স্থানিয় সাংবাদিক গন আইন শৃঙ্খলার বাহিনির প্রতি আহবান জাজান।