শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুর ভান্ডারিয়ায় কোভিড-১৯ পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করে জানান সনাক্ত যুবক (৩০) নারায়নগঞ্জ থেকে ভান্ডারিয়ায় ফিরেছে। তার বাড়ি ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রামে। সে ট্রাক চালোকের সহকারী হিসাবে কাজ করতো। কোভিড-১৯ আক্রান্ত যুবকের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য গতকাল সোমাবার বরিশালে পাঠানো হলে আজ তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
ভান্ডারিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম জানান জানান, আক্রান্ত ব্যক্তি বর্তমানে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে। তার শারিরিক অবস্থা ভালো, তবে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হবে। উপজেলা প্রশাসন করোনা অক্রান্ত রেগীর বাড়ি সম্পূর্ন লকডাউন ঘোষণা করেন।