বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥ কাউখালীতে চোরাই মালামালসহ চার চোর গ্রেফতার। উপজেলা সদরে কলেজ মোড়ের চারটি দোকানে গত রবিবার রাতে চুরি সংঘটিত হয়। সঙ্ঘবদ্ধ চোরের দলটি মোবাইল, মুদি মনহোরী মালামালসহ সহ প্রায লক্ষাধিক টাকার মাল চুরি করে নিয়ে যায় । ওই দিনই শাহিন তালুকদার বাদী হয়ে কাউখালী থানায মামলা দায়ের করেন। থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে চার চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয। গ্রেফতারকৃতরা হলো গান্ডতা গ্রামের ফুলচান কাজীর পুত্র মিলন কাজী, বাঁশুরী গ্রামের নাসির উদ্দিন এর পুত্র শুভ হাওলাদার, আসপদ্দি গ্রামের আব্দুল জলিলের পুত্র তুষার ও একই গ্রামের নান্নু হাওলাদারের পুত্র বাপ্পি। এব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আসামিসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয। থানায মামলা হয়েছে এবং আসামিদের কে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।