বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। চীন সরকারের দাবি ছিল, উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। অনেকেই আবার দাবি করেছেন, বাদুড় থেকেই ছড়িয়েছে এই করোনা ভাইরাস। আর এমন দাবি করার পর চীন সরকারের পক্ষ থেকে সকল বন্যপ্রাণীর বাজারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে পুরো বিশ্বে বন্যপ্রাণীর বাজার বন্ধের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে এমনটি বলা হয়।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেন, ৭০ শতাংশ নতুন ভাইরাস অন্য প্রাণীর থেকে ছড়ায়। আর তাই সরকারদের বন্যপ্রাণী বিক্রি এবং বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা অবশ্যই আরোপ করতে হবে।
এদিকে চীনে আবারো সামুদ্রিক খাবারের বাজার পুনরায় চালু করার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, সেখানে অনেক মানুষ কাজ করেন। চীনের ওইসব বাজার আবার খুলতে পারবে যদি সেখানে মানসম্পন্ন স্বাস্থ্যবিধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫০ হাজার ৭৯০ জন। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ২৬৬ জন।