রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন
করোনাভাইরাসের কারণে অসহায় মানুষেরা এবার ঘর ছেড়ে ত্রাণের জন্য নেমে এসেছে সড়কে। বরিবার সকালে ত্রাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের শত শত মানুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে থানার ওসি ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ সামগ্রী দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
জানা যায়, করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে দুর্গানগর ইউনিয়নে সাড়ে ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান আফসার আলী তার পরিচিত ও আত্মীয়-স্বজনদের মধ্যে প্রাপ্ত চাল বিতরণ করেন। এতে তাঁত প্রধান এই এলাকায় শত শত মানুষ ত্রাণ সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হয়। পরে রবিবার সকালে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজারে শত শত মানুষ ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, ইউপি চেয়ারম্যানদের সমন্বয়হীনতার কারণে এই ঘটনা ঘটেছে। এলাকাটি জামায়াত অধ্যুষিত হওয়ায় এই ঘটনায় তাদের ইন্ধন থাকতে পারে। তবে যারা ত্রাণ পায়নি তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
সুত্র কালের কণ্ঠ