শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন
মো.অহিদ সাইফুল, ঝালকাঠি রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যের বাসা থেকে ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ওজনের চাল ভর্তি ৬ বস্তা চালউদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় ওএমএস ৭টি কার্ডও জব্দ করা হয়। এঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আলীর ঘরে ৬ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ ও থানা পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে চাল উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন আলী ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ওজনের ৬ বস্তায় ভর্তি ১৮০কেজি চাল সে শুক্তাগড় ইউনিয়নের তালিকাভূক্ত ডিলার মাহাদি হাসানের নিকট থেকে ক্রয় করেছে বলে স্বীকার করেন।
সাবেক ইউপি সদস্য হোসেন মোল্লা শুক্তাগর ইউনিয়নের ১,২ও ৩নং ওয়ার্ডের বর্তমান মহিলা ইউপি সদস্য সোনিয়া আক্তারের শশুর এবং মাহাদি হাসান ইউনিয়ন ১নং ইউপি সদস্য মোঃ শাহজাহান খানের বড় পুত্র ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার বাসায় মজুদকৃত অবস্থায় ৬টি বস্তায় ৩০ কেজি করে মোট ১৮০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
এঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত দুজনকে পুলিশের হাতেসোপর্দ করে ঝালকাঠি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।