শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন গুরুতর অসুস্থ নয়। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ।
অস্ত্রোপচারের পর কিম আশঙ্কাজনক অবস্থায় আছেন, সিএনএনের এমন প্রতিবেদনের পর ইয়োনহাপ সর্বশেষ নতুন এই তথ্য জানালো।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট কিম জং উনের একটি অস্ত্রোপচারে হয়েছে। আর এরপর তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। আর এ জন্যই গত ১৫ এপ্রিল কিম জং উন তাঁর দাদার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
এদিকে দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি এনকের প্রতিবেদনেও বলা হয়, কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠেছেন । রয়টার্স, সিএনএন।