বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
গাজী মোহাম্মদ হানিফ: ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, ফেনী সদর উপজেলার আর্থিকভাবে অসচ্ছল দুইশতাধিক সিএনজি শ্রমিকদের মাঝে ২২শে এপ্রিল বুধবার সকালে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হানিফ বলেন- করোনা ভাইরাসের কারণে সিএনজি ড্রাইভারগণ গাড়ী চালাতে না পারায়, তারা মানবেতর জীবন যাপন করছেন, আমরা ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপির দিকনির্দেশনায়, অসহায় অসচ্ছল দুইশতাধিক সিএনজি ড্রাইভারকে ত্রাণ সহায়তা দিচ্ছি। এইসময় উপস্থিত ছিলেন – ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এনএন জীবন, দক্ষিণ পূর্বাঞ্চল সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ হানিফ, ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের কেন্দ্রীয় সমন্নয়ক মোতাহের হোসেন তারু, সিএনজি শ্রমিক ইউনিয়ন রাজবাড়ি শাখার সহসভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।