শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মল চন্দ্র হাওলাদার (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে বজ্র বৃষ্টির সময় কৃষক নির্মল মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত: কৃষক নির্মল উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত জাদব চন্দ্র হাওলাদারের ছেলে। সে ২ সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানাযায়, দুপরের খাবার শেষে হঠাৎ হজ্র বৃষ্টি শুরু হলে নির্মল বাড়ির কাছে মাঠে গরু আনার জন্য যায়। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে নির্মলের মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।