মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য , তাই তার ধারাবাহিকতা থেকে, রক্ত যদি মানুষের জন্য কিছু করার ইচ্ছা থাকে। তাহলে রক্ত চক্ষুর ভয় দেখিয়ে লাভ কি ।সে জনগণের জন্য ঠিকই করে যাবে ভঙ্গ বরিশালে কৃতিসন্তান বিএম কলেজেরই ভিপি আলহাজ্ব মঈন তুষার।রক্ত চক্ষুর ভয় দেখিয়ে কোন লাভ নেই জনগণের জন্য ঠিক করে যাবে বঙ্গ আমাদের সবার উচিত উৎসাহ দেওয়া এবং ভালো কাজের সাথে এগিয়ে আসা।ভালো কাজের প্রশংসা করা এগিয়ে যাও তোমার রাজনীতি কেড়ে নিলেও তুমি থেমে নেই ,মানুষের ভিড়ে আজও তোমার কথা স্মরণ করে বরিশাল বাসি।কিন্তু তোমার নীতি-আদর্শ কেড়ে নিতে পারবে না তাই আমার রাজনীতির মাঠে ফিরে আসবেই বলেই বরিশাল মহানগর সহ সকল ওয়ার্ডের লোকজন জানান।
মাহে রমজান উপলক্ষে সক বরিশাল ওয়ার্ডবাসী অসহায় দুঃস্থ পরিবারের মাঝে রমজানের ইফতার ও খাদ্য বিতরণ করেন । আলহাজ্ব ভিপি মঈন তুষার,,
বরিশাল মহানগরী গতকাল সকালে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে দ্বিতীয়বারের মতো ত্রাণ ও অসহায়দের মাঝে ইফতার খাদ্য বিতরণ করেন বরিশালের কৃতিসন্তান আলহাজ্ব ভি ,পি মঈন তুষার।
নিজ উদ্যোগে ২০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করেন। বিপি মঈন তুষার বরিশাল শহরসহ ইউনিয়নের অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে এসব ইফতার ও খাদ্য ত্রাণ বিতরণ করেন। এর ধারাবাহিকতায় গতকাল সকালে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষদের ২শত পরিবারের মধ্যে তিনি ইফতার এান সামগ্রী বিতরণ করেন।
করোনাভাইরাস প্রতিরোধে নিজ উদ্যেগে বিভিন্ন এলাকয় সচেনতা মুলক প্রচার ও গ্রামে গ্রামে ঘুরে অসহায়দের মাঝে খোঁজখবর নিয়ে জনগনকে সচেতন করার চেষ্টা অব্যাহত রেখেছে।
একপর্যায়ে বিপি মঈন তুষার কে সংবাদকর্মী জিজ্ঞাসা করলে তাদের প্রশ্নের উত্তরে বলেন।
দেশের বর্তমান যে ভয়াবহ অবস্তা চলছে তাতে অামাদের সবার উচিত নিজ নিজ উদ্যোগে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া , যাতে করে দেশের হতদরিদ্র লোক কিছুটা হলেও সহোযোগিতা পাই। তিনি অার বলেন শুধু বরিশাল শহর মহানগরসহ নয় ভবিষ্যৎ তে বরিশাল বাঁসির সকলের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
বরিশাল বিএম কলেজের কিছু কৃতিসন্তান ছাত্রসমাজের ও বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক রাজপথের সেই বরিশাল কাঁপানো ছাত্রলীগের সাহসী যোদ্ধা আরো ছিলেন ভিপি মঈন তুষারের সহকর্মী প্রমুখ।