রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
গাজী আবুল কালাম, ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধিঃ
করোনাভাইরাস কোভিড-১৯ আক্রমণে যখন সারাদেশ আর দেশে মানুষ ধরাশায়ী, মানুষের জীবনমান যখন বিপর্যস্ত বেঁচে থাকার লড়াই করেন যাচ্ছেন। ঠিক তখনই পিরোজপুরের
ইন্দুরকানীতে যুবলীগ নেতা শাওন তালুকদারের নিজেস্ব অর্থায়নে ৫০০ পরিবারকেখাদ্য ও উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। রোববার পাড়েরহাট ইউনিয়নের টগড়া সঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক যুবনেতা কামরুজ্জামান শাওন তালুকদার এর ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্য ও উপহার সামগ্রী দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা আওয়ামীলী সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড মতিউর রহামন, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গৌতম বাবু, সাধারণ সম্পাদক মোঃ মহাসিন হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা মাসুদ রানা, সাবেক ছাত্রলীগ সভাপতি শাহীন হাওলাদার, সমাজ সেবক শামীম তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, টগড়া ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। দেশে করোনার প্রভাব শুরুর সাথে সাথে উপজেলার অসহায় মানুষের দারে দারে গিয়ে খোজ সামর্থ অনুযায়ী সহযোগীতার হাত বাড়িয়েছেন কামরুজ্জামান শাওন । তিনি বলেন আমার এলাকার একজন মানুষ ও নাখেয়ে থাকবেনা আমি যতক্ষন বেচে আছি। আমি অসহায় মানুষের পাশে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ।