শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন গৃহবন্দি মানুষের মাঝে সামজিক সংগঠন ফিরোজা আলম কল্যান ট্রাস্টের উদ্ধোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ভিাটাড়িয়া ইউনিয়নের ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৮শত হতদরিদ্র দুঃস্থ অসহায় মানুষের মাঝে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। সহায়তা কার্যক্রমের উদ্ধোধন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান এনামুল করিম পান্না, ফিরোজা আলম কল্যান ট্রাস্টের পরিচালক শরিফুল ইসলাম সুমন সিকদার, শিক্ষক এনায়েত করিম মিন্টু, অবসর প্রাপ্ত শিক্ষক আঃ জলিল হাওলাদার, ব্যাবসায়ী রাসেল সিকদার, শেখর প্রমূখ।
ফিরোজা আলম কল্যান ট্রাস্টের পরিচালক শরিফুল ইসলাম সুমন সিকদার বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউনে অসংখ্য পরিবার মানবতের জীবন যাপন করছে। এসকল পরিবারের সদস্যরা যাতে এই মহামারীর সময়ে খাদ্যের অভাব বোধ না করে, সেই লক্ষ্যে আমাদরে এই ছোট্ট পদক্ষপে। এখনো পর্যন্ত আমরা ৮০০ পরিবাররে মাঝে উপহার সামগী বতিরণ করেছি। ইনশাআল্লাহ সাধ্যমতো চষ্টো চালিয়ে যাবো।