করোনা ভাইরাস (কোভিড ১৯)সক্রমন পরিস্থিতিতে, শ্রমিক সঙ্কটের কারনে অসহায় কৃষকের জমির ধান কেটে দিলেন উপজেলা ছাত্রদল ।
মঙ্গলবার সকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের উত্তর চথলিয়া গ্রামের কৃষক মোঃ চাঁন মিয়ার এক বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলেদেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মী । ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল সিকদারের নেতৃত্বে ছাত্রদলের নেতা কর্মী বৃন্দ এ সময় ধান কাটায় অংশ নেন। পরে ছাত্রদলের নেতা কর্মীদের সাথে নিয়ে ধানের আটি বেঁধে মাথায় করে কৃষকের বাড়ি পর্যন্ত পৌছে দেন।
এ সময় জমির মালিক কৃষক চাঁন মিয়া বলেন, করোনা পরিস্থিতিতে শ্রমিক সঙ্কটের কারনে ক্ষেতের ইরি ফসল কাটার কোন শ্রমিক পাচ্ছিলাম না। এ কথা নাজিরপুর উপজেলা ছাত্রদলের নেতাদের জানালে তারা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসে আমার এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়ী পৌছে দেন।ঐ কৃষক এসময় খুশি হয়ে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের দোয়া কামনা করেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবীর রাসেল তিনি পিরোজপুর সময় কে জানান , করোনা পরিস্থিতির কারনে কৃষকরা শ্রমিক সঙ্কটের কারনে ধান কাটতে পারছিলেন না। তাই আমাদের নেতাকর্মীরা উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক মোঃ রাসেল সিকদারের নেতৃত্বে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মানবতার সেবায় অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল সিনিয়র সদস্য তারেক আবদুল্লাহ বাপ্পি, অহিদুজ্জান চঞ্চল, নাজিরপুর কলেজের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক মুনান হাজরা, ফাইজুল ইসলাম ফয়েজ,,বাদশা মল্লিক, এবং উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইশারত, শরিফুল, জহির, মঈন, শোভন, মেহেদী, সহ প্রায় শতাধিক নেতাকর্মী।