বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন
করোনাভাইরাসকে অকার্যকর করে দিতে পারে এমন টুইন (জোড়া) এন্টিবডি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, দুটির কার্যপদ্ধতিতে কিছুটা ভিন্নতা আছে, তাই দুটি একসঙ্গেই প্রয়োগ করতে হবে।
গত বুধবার সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন এমন একজন রোগীর দেহ থেকে এ দুটি এন্টিবডি আলাদা করা হয়েছে। করোনাভাইরাসকে আঘাত করে মানব কোষেই ধ্বংস করে দেবে এই এন্টিবডি। বিজ্ঞানীরা বলেন, টুইন এন্টিবডি দুই জায়গা থেকে ভাইরাসকে আঘাত করে। যদি এদের আলাদাভাবে প্রয়োগ না করে একসঙ্গে প্রয়োগ করা যায় তবে অনেক বেশি ফল পাওয়া যাবে।
এ থেকে টিকা আবিষ্কারের সম্ভাবনাও দেখছেন তারা। ল্যাব পরীক্ষায় সাফল্যে বিজ্ঞানীরা এ নিয়ে আরো কাজ করতে উৎসাহিত হচ্ছেন। তারা মনে করছেন ভাইরাস যদি রূপ বদলে শক্তি সঞ্চার করে, তবে একটি এন্টিবডি অকেজো হলে আরেকটি কাজ করবে।
সূত্র: রয়টার্স