মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি লালবাগ, দিনাজপুর শাখার উদ্যোগে ২৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি লালবাগ, দিনাজপুর শাখার কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবন, আধা কেজি চিনি ও ১টি সাবান।
সংগঠনটির সভাপতি মো. মমতেহাজ আলম বলেন, ‘সকল মানুষের মধ্যে যেকোন জনহিতকর বা দাবত্য কার্যক্রম পরিচালনা করা এবং অধিকার আদায়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এমন কিছু অধিকার আদায় করা। শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থাকা, অবহেলিত, দারিদ্রপীড়িত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা করা, অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত লোকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা, নারীর ক্ষমতায়নে এগিয়ে আসা, সমাজের সকল অবহেলিত ও তৃণমূল পর্যায়ের মানুষের অধিকার আদায়ে এগিয়ে আসা, মাদক, বাল্য বিয়ে, যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করাই হলো আমাদের মূল লক্ষ্য। এছাড়াও আমরা বিশ্ব জুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আমরা এগিয়ে এসেছি। আমরা আগামীতে আরও ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। আমরা যে কোন দুর্যোগে অসহায় ও দুঃস্থ্য মানুষের পাশে থেকে কাজ করে যাব।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি লালবাগ, দিনাজপুর শাখার সভাপতি মোঃ মমতেহাজ আলম, সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস (জানু), সিনিয়র সহ-সভাপতি এ.কে এম মামুনুর রশিদ সহ-সভাপতি মাজেদুর রহমান, সহ-সভাপতি মোঃ রতন, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন মার্শাল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম ও সদস্য মোছাঃ গুলশান আরা বেগম মুক্তাসহ প্রমুখ।