রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
বরিশালে এক গণমাধ্যমকর্মীসহ ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে ওই ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।
রবিবার রাত সাড়ে ১১টায় বরিশাল জেলা প্রসাশনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্ত গণমাধ্যমকর্মী স্থানীয় দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
৫২ বছর বয়সী ওই ব্যবস্থাপনা সম্পাদক নগরীর গোড়াচাঁদ দাস রোড এলাকায় বসবাস করেন। তিনি অতি সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বরিশালে ফিরেছেন। এছাড়া বাকী ৬ জনের মধ্যে নগরীর সাগরদী এলাকার ৩০ বছর বয়সের এক নারী, নাজির মহল্লা এলাকার ৩৬ বছরে এক পুরুষ রয়েছে।
উজিরপুর উপজেলার ২ জন, বানারীপাড়া ও মুলাদী উপজেলার ১ জন করে করোনা আক্রান্ত হয়েছে। তাদের বয়স ৩০ থেকে ৬৫ বছরের মধ্যে। এ নিয়ে বরিশালে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাতজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাসা লকডাউন করা হয়েছে। এছাড়া তাদের আশপাশে বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।