বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ২০১৭ সালে এক ঝাঁক তরুন সাহসী সাংবাদিকদের নিয়ে এই সংগঠনটি গঠন করা হয়। সেই থেকে সাংবাদিক নির্যাতন,হামলা,মামলা,আটকসহ সাংবাদিকদের নানা সমস্যার কথা তুলে ধরে সাংবাদিকদের পক্ষে অবস্থান নিয়েছেন এই সংগঠনটি। এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খায়রুল আলম রফিক বলেন, বাংলাদেশের যে কোন স্থানে সাংবাদিক নির্যাতন,হামলা,মামলা ও অন্যায় ভাবে আটক করা হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি সেই সাংবাদিকে পাশে দাঁড়ায় ।আমরা সব সময় নির্যাতিত মানুষের পক্ষে। আমাদের কাজ হল দুর্নীতি বিরুদ্ধে সমাজের মানুষ কে জাগ্রত করা। তথ্য সংগ্রহ করে সমাজ,রাষ্ট্রের কাছে তুলে ধরা। এই সত্য গঠনা প্রকাশ করতে গিয়ে যদি বিপদ আসে তাহলে আমরা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যরা মিলে সেই সাংবাদিকে সহযোগিতা করবো। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা-সচিব আবুবকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, আশা করি সংগঠনের কার্যক্রম পরিচালনার কাজে সকল সাংবাদিক সমজ সহযোগিতা করবেন। আমি একজন ক্ষুদ্র সাংবাদিক আমাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যেন সাংবাদিক সমাজের উপকারে আসতে পারি। আমার জন্য সকলে দোয়া করবেন।