শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন করে ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ২ জনের বাড়ি লকডাউন করা হয়েছে। রোববার রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস ওই বাড়ি দুটি লকডাউন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের মেডিকেল অফিসার (আবাসিক) ডাঃ ফেরদৌস।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস জানান, নতুন আক্রান্ত ২ জনই ঢাকা থেকে এসেছেন। এদের ১ জনের বাড়ি উপজেলার জানখালী গ্রামে এবং অপরজন উত্তর মিঠাখালী গ্রামে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮ জন। এদের মধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।