সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি : ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার যুবক জহিরুল ইসলাম মোল্লা (২৩) কে অপহরনের ১৩ দিন পর উদ্ধার করেছে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ। আজ ২৩মে শনিবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই যুবক ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের মো. ইউসুফ আলী মোল্লার ছেলে।
অপহরনের ঘটনায় ওই যুবকের পিতা মো. ইউসুফ আলী মোল্লা বাদী হয়ে গত ১২ মে ৮জন নামীয় ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত করে রাজাপুর থানায় অপহরনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই যুবকে গত ১০ মে দুপুরে তার বন্ধু মুন্না, মো. সৈকত, সুপ্যাক, মো. কালাম, মো.তুহিন, রবিন, হাবিবুল্লাহ ও তাওহীদ সহ তার ৮ ও আরো ৪/৫ জন অজ্ঞাত সহ ১২/১৩ জনে কথা আছে বলে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ওই দিন বিকাল সাড়ে ৩টার দিকে তাদের বন্ধু সুপ্যাক তার ব্যবহৃত (০১৭৩৫৫৭১৬৮৬)নম্বার থেকে তার (বাদী) কন্যা মোসাম্মাৎ সালমা জাহানের ব্যবহৃত মুঠো ফোনে(০১৩০৯৩৫৩৫৪২)ফোন দিয়ে তাহাদের বিকাশ নাম্বার (০১৭২৭৭২৫৫৮৫) তে ১০হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিতে বলেন। আর ওই টাকা না দিলে তার ছেলেকে খুন করা হবে বলে জানান।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.জ.মো. মাসুদুজ্জামান জানান, অপহৃত ওই যুবককে শনিবার উপজেলার সাপলেজা ইউনিয়নের বাবুর হাট বাজারের এনায়েতের ডেকারেটরের সামেনে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করেন।