শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
ভান্ডারিয়ার সাংবাদিক কাজী ফজলুর রহমানের মৃত্যুতে বিএমএসএফ’র শোক দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা কাজী ফজলুর রহমান (৬৪) আজ রোববার সকাল সাড়ে আটটায় রাজধানীর সাভার এনাম মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তার মৃত্যুতে বিএমএসএফ’র পক্ষ থেকে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এক বিবৃতিতে সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, তৃনমূল মানুষের পাশে থেকে কাজ করে গেছেন ফজলুর রহমান। সাংবাদিক কাজী ফজলুর রহমান কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ১৯৮৪ সালে ১ নভেম্বর দৈনিক ইত্তেফাকে যোগদান করেন। আজ রাতে ঢাকা থেকে ফেরার পর ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে তাদের পারিবারিক ককবরস্থানে তাকে দাফন করা হবে।