রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরে কাউখালীতে ৫ মিনিটের টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়েছে শতাধিক ঘরবাড়ি। টর্নেডাতে বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ও গাছপালা উপড়ে পড়াসহ বিদ্যুৎ সঞ্চালন লাইন ভেঙ্গে গেছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার কাউখালী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ১৫টি গ্রামের শতাধিক বসতঘর বিধ্বস্তসহ অনেক গাছপালা উপড়ে পড়েছে।
ক্ষতিগ্রস্থ আব্দুল বারেক বলেন, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ আকাশে মেঘ জমে বাতাস শুরু হয়। চোখের পলকে আমার বসত ঘরটি বাতাসে উড়িয়ে নিয়ে যায়। আমরা তখন ঘরের মধ্যে অবস্থান করছিলাম। ঘর উড়ে যাওয়ার পর ছেলে মেয়েদের নিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেই। ঝড় থেমে যাওয়ার পর এলাকার লোকজন এসে আমাদের ঘরের আসবাবপত্র ও থালাবাটি কুড়িয়ে দিয়েছে। ঘরের মধ্যে থাকা পরিবারের লোকজন সকলে অল্পের জন্য প্রানে রক্ষা পেলেও মাথা গোঁজার ঠাইটুকু হারিয়েছি।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা খালেদা খাতুন রেখা জানান, রাতেই উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেন এবং ঝড়ে উপজেলার ৫টি ইউনিয়নেই কম বেশি ক্ষতি হয়েছে। রাতেই সড়কের উপর পরে থাকা গাছ ফায়ার সার্ভিসের সহযোগিতায় অপসরণ করে যান চলাচলের উপযোগী করা হয়েছে।
জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে। খুব দ্রুতই ক্ষতিগ্রস্থদের তালিকা করে ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।