রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৪৩ পূর্বাহ্ন
তরিকুল ইসলাম শামীমঃ
পিরোজপুরের ভান্ডারিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে জীবাণুনাশক টানেল (Disinfection Tunnel) নির্মাণ করেছে সেখানে আসা পরিদর্শনকারীদের স্যানিটাইজ করার জন্য। ওই টানেলে প্রবেশ করলে শরীরে স্প্রে করা হবে জীবাণুনাশক। ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম এর সামাজিক সংগঠন “মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের” উদ্দ্যোগে এ জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়। ভান্ডারিয়া উপজেলা পরিষদের মেইন গেট, স্বাস্থ্য কম্পেলেক্স গেট, থানা গেট এবং হরিণপালা ইকোপার্ক গেটে এ জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়। যখনই কোন পরিদর্শনকারী এখানে প্রবেশ করবেন তাঁর সারা শরীরে জীবাণুনাশক স্প্রে করবে উচ্চচাপের এয়ার কম্প্রেসার। একটা নির্দিষ্ট সময়ের জন্য পোশাক ও জুতোকে জীবাণুরহিত করার ক্ষমতা আছে ওই টানেলের। এই বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার বলেন, সাধারণ মানুষকে জীবাণুমুক্ত করার জন্য এ টানেল নির্মাণ করা হয়েছে, স্যানিটাইজ করার জন্য এই পদ্ধতি অত্যন্ত কার্যকর।