বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন
পিরোজপুর: পিরোজপুর-৩ আসনের এমপি’র (মঠবাড়িয়া) ব্যাক্তিগত সহকারীকে হত্যার হুমকীর অভিযোগে থানায় সাধোরন ডায়েরী করা হয়েছে বুধবার (২৭মে) বিকালে মঠবাড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাতের বিরুদ্ধে থানায় ওই সাধারন ডায়েরী করেছেন স্থানীয় এমপি ও সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার রুস্তুম আলী ফরাজীর ব্যাক্তিগত সহকারী মো. হাসান মিয়া
ওই সাধারন ডায়েরী সূত্রে জানা গেছে, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক বুধবার (২৮মে) মঠবাড়িয়ার মাছুয়ায় যাওয়ার কালে তাকে গ্রহন করতে প্রস্তুতি কালে ওই দিন দুপুর ২টার দিকে ঝাউতলা পৌঁছলে ওই উপজেলা ভাইস চেয়ারম্যান তাকে (এমপি’র পিএস) দেখা মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ অন্যান্যদের উপস্থিতিতে নানা ধরনের হুমকী প্রদান করেন পরে প্রতিমন্ত্রীর পরিদর্শন কাজ শেষে ফেরার পথে আবারও অকথ্য ভাষায় গালাগালি সহ খুন-জখমের হুমকী প্রদান করেন
এ অভিযোগের বিষয় জানতে উপজেলা ভাইস চেয়ারম্যানের ব্যাবহৃত মুঠোফোনে (০১৮৫৫৬৬১৫১৫) বহুবার (৫বার) ফোন দেয়া সহ ক্ষুদে বার্তা পাঠলেও তিনি ফোন রিসিভ বা ব্যাক করেন নি
এ সময় সেখানে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, ঝাউলতলা বসে উপজেলা ভাইস চেয়ারম্যান গালাগালি করেছেন তবে কাকে করেছেন তা আমি খেয়াল করি নি পরে এমপি’র ব্যাক্তিগত সহকারীর মাধ্যমে জানতে পাই তাকে গালাগালি করা হয়েছে
মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইন চার্জ আ.জ.মো. মাসুদুজ্জামান জানান, এমন ঘটনার অভিযোগে একটি সাধারন ডায়েরী হয়েছে বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে