বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় ইউনিয়ন ভূমি অফিসে স্বাধীনতা দিবসের পতাকা ওড়েনি কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ইন্দুরকানীতে রোযাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বিআরটিসি’র বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত- আহত-২৫ ওটিটিতে পাঠানের মুক্তির পর ক্ষুব্ধ ভক্তরা রোজা শুরু শুক্রবার ভান্ডারিয়াকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় কাউখালীতে আরো ১০০ গৃহহীন পরিবার পেল ঘর আফিফ-সোহানকে বাদ দিয়ে টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের ‘খুশি আছুন্তি, জমি দেখুন্তি, নবীনজির সঙ্গে মিলুন্তি’, বললেন মমতা কাউখালীতে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত নাজিরপুরে কলেজ ছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কাউখালীতে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সাহানা ছিদ্দিকা এর ইন্তেকাল ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত ফাঁকা বাড়িতে ইফতার দিতে এসে রোজাদার গৃহবধূকে ধর্ষণ লালমাইয়ে প্রবাসীর স্ত্রী নিখোঁজ ভান্ডারিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় মঠবাড়িয়ায় ব্যাংকের উদ্যোগে রমজানের উপহার সামগ্রী বিতরণ
ইন্দুরকানীতেঘূর্ণিঝড়আম্ফানের জলোচ্ছাসে ইট ভাটা গুলোরব্যাপকক্ষয়ক্ষতি

ইন্দুরকানীতেঘূর্ণিঝড়আম্ফানের জলোচ্ছাসে ইট ভাটা গুলোরব্যাপকক্ষয়ক্ষতি

পিরোজপুরের ইন্দুরকানীতেঘূর্ণিঝড় আম্ফানের জলোচ্ছাসে প্লাবিত হয়ে৫টি ইট ভাটায়ব্যপকক্ষয়ক্ষতিহয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকার উপরে। জলোচ্ছাসে কাদাপানিতে নস্ট হওয়া সহ ভাসিয়ে নিয়ে গেছে ইট পোড়ানোর জন্য দুটি ভাটার প্রায় আড়াই’শ টন কয়লা।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নেরকঁচা ও পানগুছিনদীর মোহনা থেকে শুরু করে পূর্ব চন্ডিপুর লঞ্চঘাট পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে ৫টি ইট ভাটাঅবস্থিত।ঘূর্নিঝড়আম্ফানেরপ্রভাবে নদীর পানি দক্ষিনপ্রান্তের ১০ ফুট উচু বেড়িবাঁধ উপচেএবং উত্তর প্রান্তে অসম্পূর্ণ বেড়িবাঁধ দিয়ে সহজেই জোয়ারের অতিরিক্ত পানিতেপ্লাবিতহয় ইট ভাটাগুলো। এতে একই স্থানে ৫টি ইট ভাটারক্ষয়ক্ষতিরপরিমান সবমিলিয়ে কোটি টাকার উপরে বলে জানিয়েছেন ভাটার মালিকরা।এদেরমধ্যে আলামিন ব্রিকক্স (এবিআই) ও নিয়াজ ব্রিকক্স ইন্ডাষ্ট্রিজ(এনবিআই) ২টি ইট ভাটায়ক্ষয়ক্ষতিরপরিমানঅর্ধ কোটি টাকার বেশিবলেজানান দুই ভাটামালিক। এ ক্ষয়ক্ষতিপুষিয়ে উঠতে তাদের আগামী ২ বছরসময়লাগতেপাড়েবলেধারনা তাদের ।
নদীতীরবর্তিএলাকায় ইট ভাটাঅবস্থিত হওয়ায়এবংআলামিনব্রিক্স ও নিয়াজব্রিক্সভাটাসংলগ্ন কচানদীরকিনারে প্রায় আধা কিলোমিটার বেড়ি বাঁধনা থাকায় ঐ দুটিভাটারক্ষয়ক্ষতিরপরিমানঅনেক বেশী। বর্ষা মৌসুম শুরুর আগে প্রায় ৫ লক্ষ টাকা ব্যায়ে ঐ অসম্পূর্ন আধা কিলোমিটার বেড়িবাধের স্থানে মাটির রাস্তা নির্মান করেন আলামিন ব্রিক্স এর প্রোপ্রাইটর মোঃ জাহাঙ্গীর শেখ। কিন্তু আম্ফানে অতিরিক্ত পানির চাপে নির্মিত সে রাস্তা ধূয়ে গেছে।
তিনি আরোজানান,তারভাটায়ক্লিনে সাজানেতিনলক্ষ ইট এবংজামস্টাইকেরাখাতিনলক্ষ ইট মোট ৬ লক্ষ ইটএবংশ্রমিকদের থাকারজন্য নির্মিতকাঠের তৈরী দুইখানা ঘর ইট পোড়ানোরজন্য স্তুপ করেরাখা ১০০ টনেরঅধিককয়লাবৃষ্টি ও অতিরিক্ত জোয়ারেরপানি ঢুকেনষ্টহয়ে যায়।যারআনুমানিকমূল্য ২৪লক্ষাধীকটাকা। এছাড়া ঐ ইট ভাটার পাশেতারবড়ভাইনাছিরউদ্দিন শেখের মাছের ঘের রয়েছে। ঐ পুকুরতলিয়েগিয়েপ্রায়চারলক্ষ টাকার মাছপানিতে ভেসেযায়। এতে সব মিলিয়ে আম্ফানে তার ভাটার প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান ।
অপরদিকেনিয়াজ ব্রিক্স এরমালিকশাহজাহান শেখজানান,তারভাটায়ক্লিনে সাজানোপ্রায়তিনলক্ষ ইট এবংপটেসাজানো ৩ লক্ষ ইট মোট ৬ লক্ষকাচাইট ঘূর্নিঝড়আম্ফানের জলোচ্ছাসে নষ্টহয়এবং দেড়’শটনকয়লাপানিতেভাসিয়েনিয়েযায়।যারআনুমানিকমূল্য ২৭ লক্ষটাকা।
নিয়াজ ব্রিক্স এরব্যবস্থাপনাপরিচালক মোঃ বেল্লাল হোসেনজানান,বিগতবছরেআমাদের এখানে ৭ কিলোমিটার বেড়িবাঁধনির্মানেরজন্য পানি উন্নয়ন বোর্ড বরাদ্ধ দেয় । এরমধ্যে চন্ডিপুর খাল থেকে এসবিআই ভাটাপর্যন্তপ্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধনির্মানকাজকরারকথা থাকলেওঠিকাদারকাজশুরুকরার পর দেড়কিলোমিটার বেড়িবাঁধনির্মানকরার পর স্থানীয়জমিরমালিকদের বাধার মূখে বেড়িবাঁধেরনির্মানকাজবন্ধহয়েযায়। এ কারনেআমাদের এখানকার দুটি ইট ভাটাসংলগ্ননদীরতীরে বেড়িবাঁধনা থাকায়ক্ষয়ক্ষতিরপরিমানঅনেক বেশীযাআাদের কাটিয়ে উঠতে প্রায় ২ বছরসময়লাগবে।
অপরদিকে আরওয়ান ব্রিকক্স (এএমবিআই), শাহানাজ ব্রিকক্স (এসবিআই) এবং হাওলাদার ব্রিকক্স ইন্ডাষ্ট্রিজেও (এইচবিআই) প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপশি এ তিনটি ইট ভাটা কচা ও পানগুছি নদীর মোহনায় অবস্থিত। স্বাভাবিক জোয়ারেই এখানে পানির চাপ বেড়ে যায় কয়েক ফুট। সরাসরি নদীর তুফানের ধাক্কা লাগে নদীর মোহনায় অবস্থিত এই ঝুকিপূর্ণ পয়েন্টির বেড়িবাঁধে। এখানকার ১০ ফুটের বেশি উচ্চতার এ বেড়িবাঁধ আম্পানের জলোচ্ছাসে তলিয়ে পানি উপচে পড়ে ভাটা গুলো প্লাবিত হয়ে যায়।
আরওয়ান ব্রিকক্স ইন্ডাষ্ট্রিজের (এএমবিআই) ম্যানেজার মো: মাসুম জানান, ঘূর্ণিঝড় আম্ফানের জলোচ্ছাসে বেড়িবাঁধ উপচে পানিতে প্লাবিত হয়ে আমাদের ইট ভাটার অন্যান্য মালামাল ও ইট সহ প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। টেকসঁই বেড়িবাঁধ নির্মিত না হওয়ার কারনে প্রতিবছর ক্ষতির কবলে পড়তে হচ্ছে এখানকার ইট ভাটা গুলোকে। তাই পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana