বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন
এসএসসি পরীক্ষায় ফেল করায় মিতু আক্তার (১৫) নামের আরেক এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এ নিয়ে এসএসসি পরীক্ষায় ফেল করে ২ ছাত্রী আত্মহত্যা করল।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম সদরদী গ্রামে বসতঘরের ধানের গোলার ভিতর আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিতুকে দেখতে পায় পরিবারের লোকজন। রাতেই ভাঙ্গা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিতু আক্তার ভাঙ্গা উপজেলায় পশ্চিম সদরদী গ্রামে ইউসুফ মাতুব্বরের কন্যা। সে সদরদী হাই স্কুলের ছাত্রী ছিল।
জানা গেছে, মিতু আক্তার ২০১৯ সালে সদরদী হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয় এতে অংক পরীক্ষায় ফেল করে। এবার অংক বিষয়ে আবার পরীক্ষা দিলেও ফেল করে মিতু। এতে লজ্জায় সোমবার বিকালে সে আত্মহত্যা করে।
এর আগে রোববার বিকালে এসএসসি পরীক্ষায় ফেল করায় সামন্ত আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। সামন্ত আক্তার ভাঙ্গা উপজেলায় পৌর এলাকার কাপুড়িয়া সদরদী গ্রামে শাওন শিকদারের কন্যা সে ভাঙ্গা সরকারি মডেল পাইলট হাই স্কুলের ছাত্রী।