সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুরে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই ইউপি মেম্বারের নাম অনুপ কুমার এদবর (মিন্টু)। তিনি উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৭নং লেবুজিলবুনিয়া ওয়ার্ডের ইউপি সদস্য। এ ব্যাপারে স্থাণীয়রা জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ইউপি সদস্য সম্প্রতি স্থাণীয় মৃত উকিল উদ্দিন শিকদারের পুত্র মো. নান্না শিকদার ও নাগর আলী শিকদারের পুত্র আব্দুর রহমান শিকদারকে ঘর দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে , একই এলাকার মৃত কেরামত আলীর ছেলে মো. আর্শেদ আলী শিকদারকে প্রতিবন্ধী কার্ড দেয়ার কথা বলে ২৫ শত টাকা, মৃত সোনামদ্দিন বেপারীর ছেলে আব্দুল আজিজ বেপারীকে বয়স্ক ভাতার কার্ড দেয়ার কথা বলে ২হাজার এবং তার ভাই একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসবাস করা সিরাজ বেপারীর কাছ থেকে আড়াই হাজার টাকা উৎকোচ নিয়েছেন। এ ছাড়া স্থানীয়দের ভিজিডি ও রেশন কার্ড দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে ৫ শত টাকা করে নিয়েছেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এ ছাড়া সরকারের দেয়া জন প্রতি ২৫শত টাকার তালিকা প্রদানে জন প্রতি ৫শত টাকা করে নেয়ার অভিযোগ রয়েছে ওই ইউপি মেম্বারের বিরুদ্ধে।
এ ব্যাপারে অভিযুক্ত ওই ইউপি সদস্যের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, স্থাণীয়রা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে আগামী ৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা তাকে ডেকেছেন। সেখানে যা হয় হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, ওই ইউপি মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলছে। অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।