বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন
করোনাভাইরাসের চিকিৎসা ও প্রতিষেধক পাওয়া যায় এমন সাইবোর্ড টানিয়ে ওষুধ বিক্রির দায়ে শ্যাম দুলাল হালদার নামে এক হোমিও চিকিৎসককে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এ অর্থদন্ড করেন। অর্থদন্ড প্রাপ্ত শ্যাম দুলাল হালদার শহরের বাইপাস সড়ক সংলগ্ন মন্ডল পাড়ার রসরাজ হোমিও হলের মালিক। জানা গেছে, শ্যাম দুলাল হালদার তার নিজের ফার্মেসিতে করোনার প্রতিষেধক ওষুধসহ চিকিৎসা দেওয়া হয় বলে একটি সাইবোর্ড টানিয়ে দেন। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল জানান, কোনো ব্যক্তি কোনো পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করতে পারবে না, এমন আইনে তাকে এ অর্থদন্ড করাসহ মিথ্যা সাইনবোর্ড সরিয়ে নিয়ে তাকে সতর্ক করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ফার্মেসির মালিক ডা. শ্যাম দুলাল হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। প্রতিরোধই সর্বোত্তম পন্থা।