রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:২২ পূর্বাহ্ন
”মানবতা মরে নাই, হারিয়ে যায়নি মনুষ্যত্ব” আবারো প্রমান করলো পিরোজপুর নেছারাবাদ ( স্বরূপকাঠি) থানার এএস আই হুমায়ুন কবির। আজ স্বরূপকাঠী থানার সংলগ্ন ব্রিজের পার্শ্বে এএসআই হুমায়ুন কবির আড়াই লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে আশপাশের লোকজনের কাছে জানতে চায় কারো কোন জিনিসপত্র হারিয়েছে কিনা? তখন কেউ সাড়া দিচ্ছে না। তখনই ঠিক চোখের কান্না ঝরা অশ্রুঝরা পাগলের মত ঘুরে বেড়াচ্ছেন সেই টাকার মালিক সুজন সিকদার। সুজন সিকদা উপযুক্ত প্রমান দেয়ায় তার টাকা তাকে বুঝিয়ে দেওয়া হয়। হারানো টাকা খুজে পেয়ে কান্নামাখা মুখ যেন আকাশ ছোঁয়া ,ভালোবাসা নেমে আসলো ,হাসি উজ্জ্বল্যতে পরিনত হয়। এএসআই হুমায়ুন কবির এভাবেই স্বরূপকাঠিতে প্রমান করেদিলেন ”মানবতা মরে নাই, হারিয়ে যায়নি মনুষ্যত্ব”। স্বরূপকাঠি এছাড়াও থানার সকল পুলিশ কর্মকর্তাকে মান-সম্মান উজ্জ্বল করলেন এসআই হুমায়ুন কবির।
অদ্য