রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৫৮ পূর্বাহ্ন
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল মোনায়েম খান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।রোববার (৭ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার মরহুম কানুনগো বদিউল আলমের বড় ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক আবদুল মোনায়েম খান মে মাসের মাঝামাঝি থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। সঙ্গে তার ছেলে কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেনও অসুস্থ হওয়ায় ৩০ মে বাবা-ছেলের নমুনা টেস্ট করা হয়। গত ৩১ মে আবদুল মোনায়েম খান ও সন্তান মোহাইমেনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১ জুন রাতে আবদুল মোনায়েম খানকে উখিয়া এনজিও পরিচালিত আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল। কিন্তু আইসিইউতে নেয়ার পরপরই না ফেরার দেশে পাড়ি জমান আবদুল মোনায়েম খান।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন হাউসে একসঙ্গে কাজ করা সহকর্মীরা নিজেদের অনুভূতি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।