সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৪:৩৬ অপরাহ্ন
মীর জিয়া,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীর অদম্য মেধাবী ছাত্রী সুস্মিতা সরকার এবছর বরিশাল শিক্ষাবোর্ড এর অধীনে কাউখালী উপজেলার পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালের এস, এস,সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার পূর্ব আমরাজুড়ী গ্রামের দিন মজুর ও দুধ বিক্রেতা হিরালাল সরকার ও সবিতা রানী সরকার এর মেয়ে। সে পিইস,জেএসসি পরীক্ষায়ও সাফল্যের সাথে জিপিএ-৫ পেয়ে কৃর্তিত্বের সাথে লেখা পড়া চালিয়ে আসছিল। কিন্তু দারিদ্রতা তাকে উচ্চ শিক্ষা করতে বাঁধাগ্রস্থ হয়ে দাঁড়িয়েছে। এখন আর সে উচ্চ মাধ্যমিকে ভাল কোন কলেজে ভর্তি হয়ে পড়া শুনা করার মতো কোন অর্থ উপার্যন তার পরিবারের নেই। কেননা পিতা একজন দুধ বিক্রেতা। দেশীয় একটি গাভী পালন করে তাতে যে প্রতিদিন দুই তিন লিটার দুধ দেয় তা দিয়েই পরিবারের ভরণ পোষণ সহ ছেলে মেয়েদের লেখাপাড় খরচ চালতেই হিমশিম খেয়ে যাচ্ছে। সুস্মিতা সরকার কোন প্রাইভেট ও গাইড নোট বই ছাড়া সরকার দেওয়া বই পড়ে সে প্রতিটি পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার উদাহরণ সৃষ্টি করেছে। বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরুর অনুপ্রেরণায় তার লেখাপড়ার এতেদূর এগিয়েছে বলে সুস্মিতা সরকার জানান।
অদম্য মেধাবী ॥ সুস্মিতা সরকার দারিদ্রতা দমাতে পারে নি।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীর অদম্য মেধাবী ছাত্রী সুস্মিতা সরকার এবছর বরিশাল শিক্ষাবোর্ড এর অধীনে কাউখালী উপজেলার পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালের এস, এস,সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার পূর্ব আমরাজুড়ী গ্রামের দিন মজুর ও দুধ বিক্রেতা হিরালাল সরকার ও সবিতা রানী সরকার এর মেয়ে। সে পিইস,জেএসসি পরীক্ষায়ও সাফল্যের সাথে জিপিএ-৫ পেয়ে কৃর্তিত্বের সাথে লেখা পড়া চালিয়ে আসছিল। কিন্তু দারিদ্রতা তাকে উচ্চ শিক্ষা করতে বাঁধাগ্রস্থ হয়ে দাঁড়িয়েছে। এখন আর সে উচ্চ মাধ্যমিকে ভাল কোন কলেজে ভর্তি হয়ে পড়া শুনা করার মতো কোন অর্থ উপার্যন তার পরিবারের নেই। কেননা পিতা একজন দুধ বিক্রেতা। দেশীয় একটি গাভী পালন করে তাতে যে প্রতিদিন দুই তিন লিটার দুধ দেয় তা দিয়েই পরিবারের ভরণ পোষণ সহ ছেলে মেয়েদের লেখাপাড় খরচ চালতেই হিমশিম খেয়ে যাচ্ছে। সুস্মিতা সরকার কোন প্রাইভেট ও গাইড নোট বই ছাড়া সরকার দেওয়া বই পড়ে সে প্রতিটি পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার উদাহরণ সৃষ্টি করেছে। বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরুর অনুপ্রেরণায় তার লেখাপড়ার এতেদূর এগিয়েছে বলে সুস্মিতা সরকার জানান।