সুমন খান:
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী জনাব শাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৭ জুন) রাত ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও বরিশাল জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক এড. কাইয়ুম খান কায়সার আমার বরিশালকে নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ০৩ ছেলে ও ০১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ৮ জুন তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করা হয়েছে।
তার মৃত্যুতে বরিশালের কৃতিসন্তান ছাত্র নেতা আলহাজ্ব ভিপি মঈন তুষারের শোক প্রকাশ করেছেন। ভিপি মঈন তুষার বলেন ,অভিভাবক না থাকলে কি হয়। তা এখন বুঝতে পেরেছি , অভিভাবক না সে আমার মা ছিলেন। শুধু আমার মা ,আজ নেই আমাদের মাঝে শুধু মনে হয় শূন্যতা ঘাটতি পূরণ করার মতন কেউ থাকলো না। শুধু কষ্ট বেড়ে গেল আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাঁকে জান্নাত বাসী করুক আমিন।