সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৪:১২ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সোমবার (৮ জুন) নতুন করে আরো দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে মঠবাড়িয়া সদর ইউনিয়নে ১৫ বছরের এক কিশোর ও উপজেলার তুষখালী ইউনিয়নে ৪২ বছরের এক পুরুষ রোগীর রয়েছে। এরা কেউই ঢাকা, চট্টগ্রাম অথবা অন্য কোন জেলা ফেরত নয়। এরা উভয়ই নিজ কমোনিউটিতে সামাজিক সংক্রামিত
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী হাসান জানান, “গত বুধবার সর্দি-জ্বর-কাশি উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে সেদিনই তাদের স্যাম্পল সংগ্রহ করে বরিশালে পাঠালে আজ সোমবার বিকেলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসার পর রোগীদের নিজ নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়”।
উল্লেখ্য এ নিয়ে এখন পর্যন্ত মঠবাড়িয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৮ জনে। এর মধ্যে অবশ্য ১২ জন সুস্থ হয়ে ইতোপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।