বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন
স্ত্রী আনুশকা শর্মার ছবিতে মন্তব্য করতে কখনও ভোলেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। গত শনিবার আনুশকা ইনস্টাগ্রামে তাঁর নিজের একার ছবি পোস্ট করেন। এবারও সেই ছবিতে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি তিনি।
আনুশকার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, তিনি রোদে বসে রয়েছেন। ছবির সঙ্গে আনুশকা লেখেন, ‘‘আমি তোমাকে বলেছিলাম আমি জানি কোথায় কোথায় সূর্যের আলো আসে।”
এর আগে কোহলি আনুশকার পোস্টে লেখেন, ‘‘গর্জাস”। সঙ্গে হার্ট আই ইমোজি এবং দুটি হার্টের ইমোজিও পোস্ট করেন তিনি। তখনও আনুশকা বলেছিলেন, তিনি জানেন তাঁর বাড়ির কোথায় কোথায় সূর্যের আলো আসে।
ওই ছবি পোস্ট করে ক্যাপশনে আনুশকা শর্মা লেখেন, ‘‘এখন থেকে আমি জানি সূর্যের আলো আমার ঘরের সর্বত্রে পৌঁছবে।”
কিছু দিন আগেও কোহলির ‘ডায়নোসর ওয়াক’-এর ভিডিও শেয়ার করেছিলেন আনুশকা শর্মা।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় এই তারকা জুটি খুবই সচল। করোনাভাইরাসের কারণে দেশজুড়ে চলা লকডাউনে সেটা আরো বেশি করে কাজে লাগছে দুজনই। এর ফলে তাঁদের ফ্যানরাও নিয়মিত তাঁদের খবর পাচ্ছেন। তার মধ্যেই বার বার তাঁরা সাধারণ মানুষের উদ্দেশে আর্জি জানিয়েছেন এই পরিস্থিতিতে ঘরে থাকার জন্য।