সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৪:৪২ অপরাহ্ন
ফুটবল খেলাকে সবসময় জনপ্রিয় রাখতে এবং সংশ্লিষ্টদের সুখ-দুঃখের সার্বিক যোগাযোগ অটুট রাখতে ‘‘বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি’’ প্রতিষ্ঠা করেন গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু। এ সংগঠন এখন বিভিন্ন উপজেলা, জেলা ও বিভাগ সমুহে শাখা বিস্তার করছে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন সোমবার তৃনমূল ফুটবলের প্রান ফুটবলার মামুন পোদ্দার ও ফুটবলার শুভ কর্মকারকে সাধারণ সম্পাদক করে কাঠালিয়া উপজেলার ফুটবল উন্নয়ন সমিতি গঠিত হয়েছে।
কাঠালিয়া উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি মামুন পাদ্দার বলেন, আমরা চাই ফুটবলকে তৃণমূল থেকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে। সেই লক্ষ্যে এই কমিটি গঠন করে আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদেরকে তৈরি করতে কাজ করব।
সাধারণ সম্পাদক শুভ কর্মকার বলেন, আমরা বুঝি একজন গ্রামের কৃতী ফুটবলারের কষ্ট। কারণ ভালো খেলেও তারা জাতীয় পর্যায়ে যেতে পারে না। আমরা এই কষ্টে ভুগেছি। আমাদের সহায়তা করার মতো কেউ ছিল না। এখন আমরা বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে সেখান থেকে প্রতিভাবান ফুটবলার বাছাই করে তাদেরকে জাতীয় পরিসরের নিয়ে যাব এই সমিতির মাধ্যমে।