বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন
কাঠালিয়া প্রতিনিধি
ঝালকাঠী কাঠালিয়া আমুয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ০৬ জুন নয়ন সিকদার (২৮) কে এলোপাতারি কুপিয়ে জখম করে মন্টু সিকদার ও তার দল বল এ বিষয় কাঠালিয়া থানায় নয়ন সিকদারের চাচা হাবিব সিকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার একদিন পর নয়ন সিকদার ও তার স্বজনদের ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দায়ের করেন মন্টু সিকদার। এর প্রতিবাদে ১১ইং জুন সকাল ১০ ঘটিকার সময় আমুয়া ব্রীজ সংলগ্ন সড়কে নয়ন সিকদারের স্বজনরা ও এলাকাবাসী মানব বন্ধন করেন। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন শিশু পুত্র সিফাত সিকদার, নয়নের স্ত্রী সম্পা ও চাচা হাবিব সিকদার। এ মানব বন্ধনে শতাধীক এলাকাবাসী অংশ নেন। স্ত্রী সম্পা তার বক্তব্য বলেন মন্টু সিকদার বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছেন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেন। এতে আমরা অনিশ্চয়তায় দিন কাটাছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান সিহেবে প্রশাসনের কাছে এর ন্যায় বিচার চাইতেছে।