রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে গৌতম মন্ডল (৫০) নামে এ পান ব্যবসায়ির মৃত্যু ঘটেছে। আজ রবিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ভান্ডারিয়ায় এ পর্যন্ত মোট পাঁচ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। মৃত পান ব্যবসায়ি গৌতম মন্ডল উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের সুধির চন্দ্র মন্ডলের ছেলে।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ জানান, পান ব্যবসায়ি গৌতম মন্ডল আজ রবিবার সকালে জ্বর ও সর্দি আক্রান্ত নিয়ে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনা উপসর্গ থাকার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের স্বজনরা বরিশাল নেওয়ার প্রস্তুতিকালে দুপুর ১২টার দিকে গৌতম মন্ডলের মৃত্যু ঘটে। পরে লাশ পরিবারের স্বজনরা সৎকারের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ.এম জহিরুল বলেন, মৃত পান ব্যবসায়ির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভান্ডারিয়ায় এ পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে যাদের ১৬জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু ঘটেছে।