শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
ঢাকা-ভাণ্ডারিয়াগামী যাত্রীবাহী এমভি ফারহান-১০ লঞ্চ থেকে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভাণ্ডারিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে ভাণ্ডরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে।
ধারনা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে উদ্ধার হওয়া যুবক অচেতন হয়েছে। জানাগেছে, ঢাকা থেকে ভাণ্ডারিয়ার উদ্দেশ্যে শুক্রবার ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-১০ শনিবার লঞ্চঘাটে এসে পৌঁছলে সকল যাত্রীরা নেমে যান।
পরে ওই লঞ্চের কর্মচারী লিমন মাতুব্বর লঞ্চের ডেকে গিয়ে দেখেতে পায় ২২/২৩ বছরের এক অজ্ঞাত এক যুবক অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিক থানা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ অচেতন যুবকটিকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, অচেতন যুবককে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তার পরিচয় পেতে চেষ্টা করা হচ্ছে।