শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে করোনায় আক্রান্ত হয়ে নাসরিন আক্তার রিমি নামের এক গৃহবধূ মারাগেছেন। সে শনিবার রাতে খূলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের অফিস সহকারী এবং সিংহখালী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম এর স্ত্রী। নিহতের স্বামীও করোনা পজেটিভ। এ ছাড়াও ভান্ডারিয়ায় নতুন করে আরও ৪ ব্যক্তির শরীরে করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে ভান্ডারিয়া উপজেলা মোট ৪১জন রোগির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে থেকে ১৫ জন রোগি সুস্থ্য হয়েছেন।