শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এদিকে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রীকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।